অনন্তকাল অবিরত অনলদগ্ধ আদিত‍্য
মহাকাশে মহাকর্ষে ভ্রমে মহাভর মহাশক্তিধর।


শূন্যে মহাশূন্যে রাশিরাশি মহাদ‍্যুতি মহাজ‍্যোতি/
প্রতিদিন আসছে ধেয়ে কয়েক আলোকবর্ষ পথ পেরিয়ে/ আলোতাপ ছড়িয়ে দিতে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ‍্যে/ এই বিশ্ব চরাচরে।


বেঁচে আছে তাই, এই বিশ্বভরা প্রাণ
প্রতিপ্রাতে তাই, কৃতজ্ঞচিত্তে প্রণাম
তোমায় হে দিবাকরম।


এ মহাজগত শুধু সৃষ্টি স্থিতি লয়ের খেলা
ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের অবিরাম লীলাখেলা
ভাঙ্গাগড়া জন্মমৃত‍্যুর অপরূপ নিত‍্যখেলা।


অনন্তকালের অন্তিম লগ্নে নিঃশেষিত সূর্য
যখন ডুবে যাবে কৃষ্ণগহ্বরে
আকাশগঙ্গার অন্য কোনো এক নক্ষত্র পরিবারে
হয়তো জাগিবে আবার শাশ্বত প্রাণ
প্রথমে এককোষী প্রাণ।