জানালার স্বচ্ছ কাঁচে স্বচ্ছ সলিলের বিন্দু বিন্দু অবয়ব, হাজার হাজার মাইল পেরিয়ে এসেছে মেঘের ভেলায় ভেসে।


না জানি কোন সাগর থেকে এল!
বঙ্গোপসাগর, ভারত সাগর না আরব সাগর?


বর্ণ গন্ধ স্বাদ হীন বারিকণা ঝরে পড়ছে সবুজ গাছগাছালি, শস্য ক্ষেত, ধূসর মরুভূমিতে, আমার প্রতিসকালের আশ্রয় রবীন্দ্র সরোবরে।


কোনো ভেদাভেদ নেই, সে যে সবাইকে বিলিয়ে দিচ্ছে জীবনের অমৃত বারি।


মহান যে জন, অন্তরে অনন্ত প্রেম বারি, যেন ঝরে পড়ে অপক্ষপাতে।