অঝোরে রক্ত ঝরে, অজস্র প্রাণ বলিদান।
১৯৪৭ এর ১৫ অগষ্ট, স্বাধীনতা আসে যেন প্রতিদান।


খন্ডিত স্বাধীনতা, ভারত আর পাকিস্তান।
হৃদয়ে দুঃখের শিখা জ্বলে অনির্বাণ।


সময়ের বহমান ধারায় আবার বিভাজন।
পূবের আকাশে উঁকি দেয় নতুন দেশ, বাংলাদেশ।
বিশ্বব‍্যাপী ধ্বনিত হয় বাংলাভাষার জয়গান।


৭৪ বছর অতিক্রান্ত।
৩৬ কোটি থেকে ১৩৬ কোটি ভারতবাসী,
সৃষ্টি শক্তি অনন্ত।


নানাভাষা, নানামত, নানা পরিধান।
বৈচিত্র্যের মাঝে যে মিলন মহান।


অন্নবস্ত্রবাসস্থান, হয়নি এখনো সবার সংস্থান।
দুঃখ পোকা কুরে কুরে খায় প্রতিনিয়ত প্রতিদিন, যন্ত্রণা অন্তহীন।


এখন বাতাসে হঠাৎ হঠাৎ বিভেদের সুর ভেসে বেড়ায় উত্তর থেকে উত্তরপূর্বে, কখনো বা পশ্চিমে।


জাতিভাষাধর্ম, শুধু দ্বন্দ্ব আর দ্বন্দ্ব, ভীষণ মন্দ। হয়োনা কখনো অন্ধ।


স্বাধীনতা,
এখনো সমাপন হয়নি যে সব দুঃখ ব‍্যথা।
অশুভকর্ম দেখে চিত্ত ক্ষুব্ধ যারপরনাই,
নিরন্তর লড়াইয়ে আছি আমরা সবাই।


অন্তহীন লড়াই,
মাঠেঘাটে, পথেপ্রান্তরে, অন্তরে বাহিরে।
এ লড়াই কবে শেষ হবে জানা নেই।
লড়াইয়ে থাকতে হবে, আমরা সবাই।


যুদ্ধ এখনো শেষ হয়নি, মনে রেখো সবাই।