আজ গৃহবাসীরা আলিপনা আলোয়
পুষ্পদীপ ভাসায় সাঁঝবেলায়।


দীপ জ্বালায় তুলসীতলায়
আকাশপানে আকাশপ্রদীপ তাকায়।


ঘরে বাইরে আলো ছড়ায়
আঁধার যেন দূরে সরে যায়।


ঢাকের বাদ‍্যি মন দোলায়
মন মেতে উঠে কালীপূজায়।


গভীর নিশীথে মাতৃবন্দনা
নীলবরণা লোলজিহ্বা করালবদনা।


একই শক্তির ভিন্ন রূপ ও নাম
তারা, উগ্ৰতারা, কালী যে নাম।


রক্ষা করো সদা সর্বদা
তাই তো তুমি মা তারা।


উগ্ৰ দুঃখ, বিপদ হন্তা
তাই তো তুমি উগ্ৰতারা।


তন্ত্রানুসারে, তুমি নীল সরস্বতী
তোমার কৃপায় নরেন হলো বাগ্মী।


ওঁ জয় ত্বং দেবি চামুন্ডে জয় ভূতাপহারিণি।
জয় সর্বগতে দেবি কালরাত্রি নমোহস্তুতে।