প্রদীপ জ্বালাতে গেলে সলতে পাকাতে হয়
গান গাইতে চাইলে গলা সাধতে হয়
মনের ভেতরে স্বপ্ন আছে, সাধনা চাই।


জল তো আমাদের সবাইকে বাঁচিয়ে রাখে
জলে ডুবে আবার মানুষও মরে
জলকে নিয়ে বাঁচতে হবে, তবে সাবধানতা চাই।


অগ্নি সাক্ষী রেখে মিলন হয়
অগ্নিতে আবার ঘরও পুড়ে
নিরাপদ দূরত্বে থাকা চাই।


সময় তো বহে চলে নিরবধি
বিলীন হয় মহাকালে
ফিরে আসেনা কখনও
সঠিক সময়জ্ঞান হওয়া চাই।


মন তো ভীষণ চঞ্চল
আশার আশ্বাসে ছুটে চলে দিকবিদিক্
মনের ঘোড়ায় লাগাম দিতে হবে যে আবশ‍্যিক।