আজ আকাশ পানে চেয়ে
মুগ্ধ বিস্ময়ে হেরি --


গাছ গাছালির ফাঁকে
সাদা মেঘের গায়ে
পূর্ণিমার পূর্ণচন্দ্র পূর্ণগরিমায় পরিব‍্যাপ্ত।


চাঁদের নরম আদুরে আলো
ছড়িয়ে পড়েছে বিশ্বভুবনে
সবুজঘাসে, সোনালী ধানে,
রঙ বাহারী পুষ্পে পুষ্পে।


আজ কোজাগরী লক্ষ্মী পুজো
ঘরে ঘরে শাঁখ বাজে
রমনীরা উলুধ্বনিতে মাতে
উপবাস করে আলিপনা আঁকে।


বাংলার ঘরে ঘরে
রমনীরা রাত জাগরণে
লক্ষ্মী মায়ের পুজো করে।


মা নেমে আসেন
সন্তর্পণে ধরণীতে
সবার গৃহে গিয়ে
ভরে দেন ধন ধান‍্যে।


মা, তুমি এবার আসো
নিরন্নের ঘরে
বিত্তহীনের ঘরে।


লকডাউনে যারা কাজ হারিয়েছে,
ওদের ঘরে প্রথমে আসো,
আসো পরিযায়ী শ্রমিকের ঘরে।


তুমি আসো,
জমিহীন প্রান্তিক চাষীর পর্ণ কুটিরে,
খেটে খাওয়া মানুষের জীর্ণ গৃহে।


তুমি আসো --
বঙ্গে, বঙ্গভূমিতে, বরাকভূমিতে;
ধন ধান‍্যে পূর্ণ করো বসুন্ধরা।