কি হচ্ছে গো
আজকাল, এই কলকাতায় -----


ভুয়ো আইএএস
ভুয়ো এমবিবিএস
ভুয়ো প্রতিষেধক
ভুয়ো সিবিআই আধিকারিক
ভুয়ো নীলবাতির গাড়ি
ভুয়ো ভুয়ো ভুয়ো, মিছিল নগরীতে
যেন ভুয়োর মিছিল, শুধু গরমিল আর গরমিল।


খবরের কাগজে প্রতিদিন হচ্ছে প্রকাশ
ভীত, শঙ্কিত, সন্ত্রস্ত নাগরিক সমাজ।


কাঁটাতারের বেড়া নিমেষে কেটে
গলে যায় জেএমবিরা। ঘাঁটি গেড়েছে হরিদেবপুর, বারাসাত আর বেহালার ঈশ্বর গুপ্ত লেনে।
দিনে-দুপুরে ঘুরে বেড়াচ্ছে নগরের পথে বাজারে
নিশ্চিন্ত নিরাপদে। যোগাযোগ রাখছে 'ভিপিএন'
আর 'ডার্ক ওয়েব' এ ইন্টারনেটকে ফাঁকি দিয়ে।


গোয়েন্দারা মনে হয় যেন আজকাল নিষ্ক্রিয়তার
চাদরে মোড়া অক্ষম ঘোড়া।


হোটেল পার্ক আর হোটেল হিন্দুস্তান
চলছে পার্টি গভীর রাত। নাচগান, প্রমোদআমোদ
আর মদমাদক, করোনা বিধি যে লোপাট।


রাতে কি ঘুমিয়ে থাকে লালবাজার?


রেডরোডে প্রাতঃভ্রমণকারীরা জখম ও ছিনতাই
-এর শিকার।


বলো, কি হচ্ছে গো
আজকাল, এই কলকাতায়।