বহুবর্ণিল রূপসী সুগন্ধী,
যত তোমায় দেখি, ততই
তোমার প্রেমে ভাসি।


সারাবছর ধরে নানা গন্ধ
বর্ণ রূপে তোমার আশ্চর্য
সাবলীল প্রকাশ, দেশে দেশে
গ্ৰামে শহরে রাস্তার পাশে
ফুল বাগানে বারান্দায়
ব‍্যাল্কনিতে ড্রয়িংরুমে।


অহংশূন‍্য সাধারণ হয়েও
তুমি যে অসাধারণ
তুলনাহীন এক অপরূপা,
সৃষ্টিকর্তার সৃষ্টিপ্রতিভার
এক উজ্জ্বল স্বাক্ষর।


তুমি আমার প্রেয়সী লিলি
কত নামে তোমায় ডাকি।


তোমায় আমি রাখব আমার
চোখের তারায়, যাতে কখনও
না হারায়।