তালাবন্দী জীবন আবার, মন্থর হল জীবিকা,
অক্সিজেনের হাহাকার; ওষুধ, প্রতিষেধক
দুষ্প্রাপ্য, দুর্মূল্য কালোবাজারে,
আত্মনির্ভর ভারতে।


কারো পৌষমাস, কারো সর্বনাশ!


পাতাঝরা সংবাদ ক্ষণে ক্ষণে, বৃক্ষ যে হল ন‍্যাড়া।
প্রতি ঘরে বিষাদের ছায়া।


কলকাতার ফুসফুস আজ আক্রান্ত,
ফিব্রোসিসের ক্ষত। কংক্রিটের জঙ্গলে
জীবাশ্ম পোড়ানোর ধোঁয়া।


লকডাউনে মুক্ত বিহঙ্গবিহঙ্গীরা বৃক্ষশাখে
গানে গানে হবে মাতোয়ারা।