মধ‍্যরাস্তা প্রশস্ত প্রসারিত, বাঁদিকের রাস্তা
অতিশয় অপরিসর, ডানদিকের রাস্তা কিয়ৎ
আয়ত।


মধ‍্যরাস্তায় শান্তিপ্রিয় ঈশ্বরবিশ্বাসীরা হেঁটে যায়/
সর্বধর্মসমন্বয়ীদের ঢল মন্দির মসজিদ গীর্জা
গুরুদোয়ারায়।


ঋভুস্থান দুষ্প্রাপ্য বাঁদিকের রাস্তায়/ বাঁকে বাঁকে
মন্দির ডানদিকের রাস্তায়/ অন‍্য ঋতস্থান দৃষ্ট
অবহুল আশপাশে।


অবয়বহীন ঈশ্বর তো অদৃশ্য অদ্বিতীয়/
প্রগাঢ় প্রতীতি, নিবিড় নিষ্ঠা অতল অন্তরে/
ভিন্ন অবতার, ভিন্ন নাম, ভিন্ন অনুচারী।


বাঁদিকে দিগন্তে বিলীয়মান রক্তিম রবি/
পরিযায়ী পরিজন দীর্ঘপথ পরিক্রমণ,
অভুক্ত দীনজন।


ডানদিকে আকাশে উজ্জ্বল দিনমণি/
বানিজ্যে বসতে লক্ষ্মী, বিত্তবৈভব চূড়ামণি।


মধ‍্যগগনে প্রোজ্জ্বল ভাস্কর/
দিগন্তে আকাশজুড়ে ইতস্তত শুভ্রকৃষ্ণ পুষ্কর/
মধ‍্যরাস্তায় হাঁটে কিঞ্চন অকিঞ্চন সর্বজন।


অতিসম্প্রতি ডানবাম রাস্তা ত‍্যাজি অনেকেই
মধ‍্যরাস্তা সমাগমী/ তবে মুখোশের আড়ালে
কিছু সুযোগসন্ধানী ধড়িবাজ লোকও জনসঙ্গী।