উষ্মাপ্রাণিত আগুণের ফুলকি
দ্রোহদমনে কেমন যেন ছড়িয়ে পড়ছিল
ব‍্যাপ্ত আঁচে তপ্ত হয় চারিদিক।


হলকর্ষণে নিয়োজিত হলধর আজন্ম অবহেলিত
স্বপ্নের ফেরিওয়ালা হাঁক পাড়ে শস‍্যক্ষেতের আলবেয়ে।


আচমকা খোলা হাওয়ার তোড়ে নিশ্চয়তা অনিশ্চয়তার দোলাচলে ভয় নেমে আসে শিরদাঁড়া বেয়ে।


যুদ্ধংদেহী যুযুধান তুরঙ্গদ্বয়ের যুযুৎসু
ষড়ঋতু জেগে ছিল।


হঠাৎ তির ফিরে যায় তূণে, তুর্য যায় থেমে
উল্লাস ফেটে পড়ে মাঠে যমুনাতীরে।


ঋদ্ধিবৃদ্ধি আসেনি এখনও পর্ণকুটিরে।


মহাযুদ্ধের মহড়া সমারম্ভ।


ঘোড়ার খুরের ধ্বনি ভেসে আসে গভীর রাতে
রণআগমনীসুর বাজে আসমুদ্রহিমাচলে।