আজ মহানবমী।


বৃষ্টি, বরিষণে ক্লান্ত
হয়ে নিয়েছে ছুটি।


ঝকঝকে রোদ্দুরকে
পাঠিয়েছে শিলচরে,


সতেজ আলো ঝরে
পড়ছে জমিন আসমানে।


মহানবমীর মন্ডপে মন্ডপে
চলছে সবাই মিলে পুষ্পাঞ্জলি,


পুষ্পে পুষ্পে মন্ত্রে মন্ত্রে
মা দুর্গাকে অন্তরে অন্তরে প্রণমি।


ভেসে যায় সমস্ত গ্লানি
শুদ্ধ হয় চিত্ত, চেতনা, বাণী।


মধ‍্যাহ্নে প্রসাদ পেয়ে
সবাই যার পর নাই খুশী।


প‍্যাকেট বন্দী হয়ে খিচুড়ি
মিষ্টান্ন চলে যাচ্ছে বাড়ি বাড়ি।


শিলচরে মেহেরপুর অঞ্চলে ভ্রমি
পুজো নিরীক্ষণ করি কয়েকখানি
মুঠোফোনের ক‍্যামেরায় বন্দী করি
মায়ের বিভিন্ন রূপের ঝলকানি।