বারো বছর হয়ে গেল আমার ওষ্ঠ
সিগারেট স্পর্শ করেনি।


নিকোটিনের স্বাদ বঞ্চিত ফুসফুস
অলস অবসরে পেতে চায় কখনও
কখনও, তামাকের পোড়া গন্ধের আমেজ।


মেজাজী মনের বিভ্রম বিলাসে মেতে উঠে মন
কোনো এক সুনীল সন্ধ্যায়।


মন যে কখন কি চায়, বোঝা বড় মুশকিল।


প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে বা রাতে
নিদ্রাস্পর্শের আগে মনের আয়নায় যদি
মনকে একবার দেখা যায়, তবে কি মনকে
জানা যায়?


মনের ভেতরে মন, তার ভেতরে আরেকটি মন,
এইভাবে অতলস্পর্শী মনকে নিয়ত খুঁজি।


বহুমনের গোলকধাঁধায় শত ভাবনার জন্ম অচিরেই পথ হারায়।


ভাবনার জন্ম রহস্য উদঘাটনে আমি যে এখনও
ব্যর্থ এক উপাসক।