আজ ভোরে ঘুমভাঙা নয়নে বাইরে এসে দেখি
সূর্য এসেছে আমাদের আবাসে চারিধার আলো করে, উষ্ণতা ছড়িয়ে সকল জীর্ণতা দূর করে,
নতুন আশার আলো উদ্ভাসে মন ও মননে।


সবুজ সতেজ প্রাণ মৃদু পবনে দোলে শূন্যমাঝে
পাখির কলরবে মনমন্দিরে যেন আনন্দধ্বনি বাজে।


জাগতিক সমস্ত সুখসমৃদ্ধি ছড়িয়ে দিয়ে খুশিমনে
পিরামিডের নিম্নতলে যাঁরা বেঁচে আছে ঘন আঁধারে
সবাই যেন বেঁচে থাকি পরম সুখে শান্তিতে খুশিতে আনন্দে ঐক্যতানে।


বৈচিত্র্যের মধ্যে ঐক্য হয়
বৈষম্যের মধ্যে ঐক্য হয় না জেনে
একটু একটু কাজ করি যেন আমরা পরের তরে
সেই পথচলা শুরু করি চল বন্ধু আজ নববর্ষে নব অঙ্গীকারে।