চৌত্রের রাগী সূর্য আকাশে যথাযথ দেদীপ‍্যমান
আগুনঝরা রোদ্দুরে আজ জনতার জোয়ার।


সবুজ মাঠ ভরে উঠেছে
কর্ম প্রত‍্যাশী যুবক - যুবতী
আর শ্রমদান প্রত‍্যাশী জনতায়;
লাল, সবুজ, হলুদ পতাকায় ছয়লাপ চারিধার,
স্লোগান মুখরিত প্রতিবেশে
গণতন্ত্রের যেন আজ উৎসব মেজাজ।


সুসজ্জিত ম‍্যারাপ থেকে ভেসে আসছে
বজ্রকন্ঠে আওয়াজ - অমার্জিত, অসংস্কৃত সংলাপ,
সবাই লজ্জিত যেন ঐতিহ‍্যের বিনাশ।


প্রতিশ্রুতির বন‍্যায় ভাসছে গোটা মাঠ - প্রান্তর
কোলাহলে কান ঝালাপালা, অসহায় জনজীবন।


কালের গর্ভে নিমগ্ন আত্মারা
শুধু শুনিতে চায় সর্বমাঙ্গলিক শঙ্খধ্বনি,
পার্থসারথির পাঞ্চজন‍্য ধ্বনি।