আমেরিকা........
বহুদূরের আমেরিকা
রূপে গুণে অপূর্বা।


সম্পদের চূড়ায় নিত‍্য অভিসার তোমার
জ্ঞান বিজ্ঞানে আকাশছোঁয়া কৃতিত্বের অংশীদার।


পাখিরা উড়ে উড়ে যায়
ভূমধ্যসাগর পেরিয়ে
আমাজনের পাশ দিয়ে
সীমাহীন সময়ের অজানা লগ্নে।


নীড় বাঁধে কুলীন সভ‍্যতার
আকাশলগ্ন অট্টলিকায়।


দম্ভে যখন রাজার বিবেক পুড়ে উল্লাসে
যীশুর সন্তানরা রাস্তায় শ্বাসরুদ্ধ হয়ে মরে।


বিক্ষোভ ঘনীভূত হয় শ্বেতপ্রাসাদ ঘিরে
জনতার আদেশে রাজা সিংহাসনচ‍্যুত।


খুশির জোয়ারে ভাসে গণতন্ত্রধ্বজাধারীরা
নত মস্তকে বিলাপ করে গোঁড়াপন্থীরা।


জনতার আশীর্বাদ - আসছেন নতুন সম্রাট
জাগে নতুন আশা - পাবে নব দিশা।


একুশশতকের একুশতম বছর সমাসন্ন
নববর্ষের শুরুতে পঙ্কীরাজ ঘোড়ায় চড়ে
স্বাগতম বিশ্বশান্তির বার্তাবাহক --------


আজীবন সংগ্ৰামী, লড়াকু জনচিত্তধিনায়ক
জো বাইডেন।


সঙ্গে আছেন তামিলনাড়ুর ছোট্ট গ্ৰামের কমলা
--- কমলা হ‍্যারিস।


তাই গর্বিত, গর্বিত আমরা ভারতবাসীগণ।