আবার জেগে উঠেছে বীভৎসতায়
হাওয়ামিত্র সেজে উড়ে বেড়াচ্ছে
এক আকাশ থেকে অন্য আকাশে


ঘনঘন চরিত্রবদলে ভয়ংকর সে আজ যুযুধান
অভিশপ্ত তাঁরা আজ, অসীম বুদ্ধিমত্তায় যাঁরা
গরীয়ান


তরঙ্গের পর তরঙ্গ আছড়ে পড়ছে তনুসমুদ্রে
দুঃসময়ের কালো মেঘের ছায়া হচ্ছে ঘনীভূত
কর্মহারাদের ঘরেতে ক্ষুধার অন্ন হবে যে বাড়ন্ত


আজ যুদ্ধের পরিবেশ, চারিদিকে সাজো সাজো রব
নিয়মশাসিত আদব-কায়দায় সুরক্ষার বেড়াজাল
অস্ত্রশস্ত্র, সৈন‍্যসামন্ত নিয়ে প্রস্তুত হচ্ছে
অভিগ্ৰস্ত যাঁরা, কোষে কোষে প্রতিস্পর্ধায়
বহুকোষী প্রাংশু প্রাণ।


প্রতিঘাতের অনলদগ্ধ পাংশু থেকে জাত
গুটিকয়েক হিংস্র পরজীবী অদৃশ্য অনুজীব
মেতেছে আজ মারণখেলায়, দীর্ঘতর হচ্ছে মৃত‍্যুমিছিল।


নিশ্চিহ্ন হবে নিশ্চয়, বিষন্ন কালবেলা কেটে
যাবে একদিন। শুধু আলগা করোনা দানবের রাশ।