আজ ঘুম ভেঙে জাগি --------
মনের আকাশে বিষন্নতার ছায়া
বৈঠকখানায় আধো আঁধার
ঝকঝকে রোদ্দুর আসেনি আজ
সাদা কালো মেঘে ঢাকা রবি
গুরু গুরু মেঘমন্দ্রিত গর্জন


দূর দিগন্তে ঋজু নারকেল গাছ দুলছে
তাললয়ছন্দে, ডালপালা নিয়ে বাঁশবনে,
কথক না কুচিপুড়ি?


হাওয়া সুশীতল, চায়ে চুমুক
ধরণী কম্পমান, সকাল সাতটা চুয়ান্ন
উৎপত্তিস্থল অসমের ঢেকিয়াজুলী
তীব্রতা রিখটারে ৭.৬


অতিমারিতে গণতন্ত্র উৎসব, মহাধুমধাম
মারণ যুগলবন্দী, ওষ্ঠাগত প্রাণ
ধরণী কাঁপে, ত্র‍হস্পর্শে চারিদিকে ভাঙ্গনের
খেলা, পাপবিদ্ধ লোভাতুর শকুন দৃষ্টি।


মনে হয় মেঘ আজ বৃষ্টি হয়ে ঝরবে
পন্ডিত যশরাজের মেঘমল্লারের সুরতরঙ্গে


হাতে শ্রীজাতর ফেসবুক
গল্পগদ‍্যগুলো পড়ছি
বেশ মজাদার হৃদয়ের কথা
কবিতার মতো


আজ এভাবে কাটিয়ে দেব দিন
নিমগ্ন পাঠে


বলে রাখি, আজ বৃষ্টি ঝরেনি
ঝকঝকে রোদ্দুর এসেছিল বিলম্বে
মনে রাখা ভালো, যেকোনো পূর্বাভাস
সবসময় মেলে না।