ভাষাশহীদ স্মরণউৎসব উদযাপনে
রক্তে রাঙা দিনগুলি স্মরণে আসে


২১ ফেব্রুয়ারি
১৬ মার্চ
১৯ মে
২১ জুলাই
১৭ অগষ্ট


আর কত ভাষাশহীদ দিবস ঘুমিয়ে আছে
কালগর্ভে কে জানে!


বড় দুঃখ, বড় যন্ত্রণা হৃদয়ে মননে


দু'শো বছরের গোলামির নিপীড়নের
শোষণ শাসনের ভাষা আজও বড় বেশি
জীবন্ত অফিস আদালতের নির্দেশিকায়,
সার্কুলারে; বিশ্ববিদ্যালয়ের গবেষণাপত্রে।


মাতৃভাষা, বাংলাভাষা বঞ্চিত উপেক্ষিত।


বিস্মৃত মোহগ্ৰস্ত জাতি ঘুমিয়ে আছি।


শহীদের রক্তঋণ শোধ শুধু ধূপের ধোঁয়ায়,
ফুলের মালায়, স্লোগানে, বক্তৃতায়, গানে,
কবিতায়।


স্বাধীনতার ৭৪ বছর অতিক্রান্ত।
ভাষার গোলামি থেকে আর কবে হবো মুক্ত?