শহীদ দিবসে শুধু
বাৎসরিক স্মরণ অনুষ্ঠান নয়গো বন্ধু,


নবপ্রজন্ম যাতে পড়ে, লিখে
বাংলায় লেখা গল্প, কবিতা, উপন্যাস বা
প্রতিদিনের বাংলা সংবাদপত্র -


সেটা দেখো, কিছু একটা বিহিত কর,
বড্ড যে দেরী হয়ে যাচ্ছে।


শৈশব থেকে স্কুলে ইংরেজি মাধ্যমে পড়াশোনা;
বাংলার পরিবর্তে অন্য ভাষায় অধ‍্যয়ন, দিবারাত্রি
টেলিভিশনের পর্দায় বাংলাবর্জিত অনুষ্ঠানের অন্তহীন অবলোকন;


নবপ্রজন্মতো ভুলে যাচ্ছে বাংলাভাষার মাধুর্য,
বাংলাভাষার ঐশ্বর্য, বাংলাভাষার ঐতিহ্য;


বন্ধু, কিছু একটা কর, বড্ড যে দেরী হয়ে যাচ্ছে।


শুধু শহীদদিবসে শহীদমিনারে ফুলের মালা,
বজ্রকন্ঠে ঘোষিত আওয়াজ -
শহীদ, তোমাদের আমরা ভুলিনি, ভুলবনা - শহীদের দেয়া রক্তঋণ
শোধ করুন, শোধ করুন -


শহীদের প্রতি
পরিপূর্ণ শ্রদ্ধার্ঘ নয়, হতে পারে সাময়িক রক্তে
উদ্বেলতা, হতে পারে মাতৃভাষার জন্য সাময়িক
আবেগ প্রকাশ।


নীরবে কানপাতলে শোনা যায়,
শহীদেরা বড় দুঃখে বলছে,
"নবপ্রজন্মের মধ্যে জাগিয়ে তোলো
মাতৃভাষার জয়গান, মানবতার জয়গান।"


বন্ধু, কিছু একটা কর, বড্ড যে দেরী হয়ে যাচ্ছে।