বাংলার এই জনপদে আছি মোরা বহুকাল
সাক্ষী যে সূর্য চন্দ্র গ্ৰহতারা নিরবধিকাল
একতারায় বাঁধা প্রাণ
বাউল গায় মাটির গান
কাল বহে যায় স্নিগ্ধঘন নীরবতায়,
আনন্দবেলায়।


নিদ্রা টুটে ভোরের আজানসংকীর্তনে
পাখীর কলকাকলিতে, বায়ু বহে শীতলতায়।


রাম রহিম সবাই মিলে ভালো আছে
বাংলার এই ক্ষুদ্র জনপদে, ভারতবর্ষে।


হঠাৎ বাতাসে তাজা বারুদের গন্ধ
গণতন্ত্র ধূলায় লুটায়
দলতন্ত্র ভীষণ বিভীষিকাময়।