কৈশোরে যৌবনে এসেছিলে তুমি
আমার সারা আকাশ জুড়ে।


তুমি মেঘ হয়ে ভাসতে, বৃষ্টি হয়ে ঝরে পড়তে,
তুমি রোদ্দুর হয়ে সোনালী আলো ছড়িয়ে দিতে
আমার মনে, সত্তায়, অস্তিত্বে, সবকিছুতে।


তুমি স্বপ্ন দেখাতে একটি স্বপ্নের, সেটা ছিল
আমার বুকের খুব কাছে।


তারপর অনেকটা সময় চলে গেছে।


খুঁজে দেখি মাঝে মাঝে। না, স্বপ্নটা এখনো
স্বপ্নই আছে। হয়তো বা সাগরজলে।


ঘূর্ণিঝড় হয়ে এখনো ল‍্যান্ডফল হয়নি যে!