সময় আজকাল ঘোড়ার পিঠে সওয়ার।
টগবগ টগবগ করে ছুটছে, পগারপার।


বদলে যাচ্ছে দুনিয়া।


সময়ের পিঠে লেপ্টে আছে ভালোমন্দ বদলের কারিগররা।


নতুন নতুন কারিগরি উদ্ভাবনা!
কৃত্রিম মেধা, মেশিন লার্নিং, রোবটিক্স
নিয়ে ছেলেমেয়েদের পড়াশুনা
বদলে দিবে দুনিয়াটা?


বদলায় না কিছু কিছু পরম্পরা।


প্রতিদিন ভোরে সূর্য উঠে,
তাই জন্ম মৃত্যু আছে;
অবিনশ্বর আত্মা বিকাশে।


শতায়ু ট্রাম হাঁটে আমার সাথে কলকাতার রাস্তায়,
বালিগঞ্জ থেকে টালিগঞ্জ, সকালবেলায়।


কি আশ্চর্য! একটুকু বদলায়নি শম্বুক গতি এবেলায়।


আমি আজ ট্রামলাইনে বিকেলবেলায়।