তুমি একবার এসে দাঁড়াও জনতার মাঝখানে।


তোমার ঝলমলে পাজামা কুর্তা পরে একটিবারের জন্য এসে দাঁড়াও নির্যাতিত শঙ্কিত ভয়ার্ত জনগণের সম্মুখে।


একটিবার, মাত্র একটিবার।


তোমার সেই চিরাচরিত ভঙ্গিতে হাত নেড়ে ভাই বোন বন্ধু বলে ডেকে ওদের কে তুমি বল তোমার মনের কথা, মন কি বাত, তুমি মন খুলে বল একটিবার, তুমি কতটুকু আঘাত পেয়েছ, তোমার কতটুকু রাগ হয়েছে, দুঃখ বেদনায় তোমার বুক ফেটে যাচ্ছে, একটিবার তুমি এসে বল ওদের সামনে, একটিবার।


বারুদের গন্ধ আর সহ্য হচ্ছে না, এখন ফুলের সৌরভ চাই। ওদের হাত থেকে বন্দুক নিয়ে কয়েকটা গোলাপ ও পদ্ম ফুল ওদের দিয়ে দাও না।


দেখো, লোকতাক হ্রদের মিষ্টি জলে অনেক পদ্ম ফুটে রয়েছে আর কাংপোকপিতে বাগানে অনেক গোলাপ।


আর ঘৃণা দ্বেষ নয়, এখন সদ্ভাব বিক্রি করতে হবে।


হেলিকপ্টার থেকে কিছু ফুলের পাঁপড়ি ছড়িয়ে দাও না। ফুলের গন্ধে বারুদের উৎকট গন্ধ সব মিশে যাবে মাটিতে সবুজ ঘাসে।


তুমি এসো, একটিবার এসো, এসে বল আর যুদ্ধ নয়, শান্তি চাই।


শান্তি, শান্তি , শান্তি।