মনে পড়ে
উনিশে মে তোমায়
একটি রক্তঝরা দিন
ষাট বছর আগে
বরাকবঙ্গে শিলচর রেলষ্টেশন
এগারোটি উৎসর্গিত প্রাণ
মাতৃভাষার জয়গান।


মনে পড়ে
উনিশে মে তোমায়
একটি রুখে দাঁড়াবার দিন
বন্দুকের নলের সমুখে নির্ভীক
মায়ের মুখের ভাষায় লেখাপড়া করার
সুযোগবঞ্চনার বিরুদ্ধে, অহিংস সত‍্যাগ্ৰহে।


মনে পড়ে উনিশে মে
তোমার জন্য, শুধু তোমার জন‍্যই
বাংলামাধ্যমে স্কুলে পড়া
নানারঙের সেই দিনগুলি
গচ্ছিত আছে সযত্নে হৃদয়মাঝে।


জানো উনিশে মে
কখনো কখনো দুঃখ নেমে আসে মনে
যখন ভাবি ------


মোঘল ইংরেজ শাসন পেরিয়ে
স্বাধীনতার সাত দশক ছাড়িয়ে
নিত‍্যদিন বেঁচে থাকার লড়াইয়ে
অফিস আদালত কাছারি, উচ্চশিক্ষা
প্রাঙ্গণে,ক্ষমতার অলিন্দে, নিজভূমে
বাংলাভাষা আজও উপেক্ষিতা
মোদের প্রচেষ্টাহীন মূঢ়তা।


নবপ্রজন্মের সচ্ছল মেধাবী শিক্ষার্থী
অনেকেই আজ বড়বেশি ইংরেজিপ্রেমী,
বাংলা লিখতে পড়তে জানেনা।


উনিশে মে!
বাঙালি কি সত‍্যিই দিনদিন হয়ে যাচ্ছে
এক আত্মবিস্মৃত আত্মঘাতী জাতি?