গগনবিহারী সাদা কালো আমুদে মেঘগুলো যেন ওৎ পেতে ছিল, বেরুলেই ঝাঁপিয়ে পড়ার জন্য ভাদ্র শেষের বিকেল বেলায়।


কলকাতার সন্ধ্যা অতিক্রান্ত রাস্তায় ফুরফুরে শরতের হাওয়া, বিদ্যুতের নানা রঙের বাতিগুলো হাসিতে লুটোপুটি খায়।


চলন্ত চার চাকার যানে মনমাতানো সঙ্গীত আবহাওয়ায় মন যেন বেশ চনমনে, সঙ্গে তুমি আর ট্রামের ঝমঝম প্রাণে প্রসন্নতা ছড়ায়।


বেশ বেশ আনন্দে আত্মহারা, শাহরুখ নয়নতারার ব্লকবাস্টার মুভি 'জওয়ান' সন্ধ্যাবেলায়।


সিনেপর্দায় ভেসে উঠা চিত্রগুলি অ্যাকশন থ্রিলারের মাঝে মাঝে নির্দয়তার অনেক কথা বলে যায়। রাজধানীতে সবুজ কাপড়ে ঢাকা দুঃসহ ক্ষতগুলি যেন চোখ মেলে তাকায়।


অমৃতকালে উন্নয়নের ঝলমলে ফানুস চারিদিকে উড়ে বেড়ায়, জওয়ানের বুলেটগুলি কি তাদেরকে ফাটায়?