ঘড়িতে দু'টো কাঁটা বারোটায়।
আকাশে বাতাসে আলোর ঝলকানি
বাজির আওয়াজ ভেসে বেড়াচ্ছে চারিধারে।


সবাই খুশী, নিভে গেছে বিষবাষ্পের ধোঁয়া।
এসেছে নববর্ষ, একুশ শতকের একুশ সালের
শুরু।


বড় আশা, সবকিছু আবার আগের মতো হয়ে
উঠবে। শিশুরা আবার স্কুলে যাবে। হৈ হৈ রৈ রৈ
করবে, হাওয়ায় হাওয়ায় আলোর নাচন হবে।


সবাই আবার ছুটে বেড়াবে পাহাড়ের চূড়োয়,
সমুদ্র সৈকতে, বনে জঙ্গলে, অজানা দেশে।


জীবন তো পদ্মপাতায় টলমল জল, কখন যে
খসে পড়বে কে জানে! কার আগে কে যাব,
কেউ কিছু জানিনা।


জীবন তো আসা যাওয়ার খেলা, চলতে থাকবে
নিরবধি। আশা-নিরাশা, সুখ - দুঃখের
জোয়ার ভাঁটা।


শুধু ভয়, চারিদিকে মঞ্চে অভিনয়।
মেঘে ঢাকা আকাশ, আধাঁরলিপ্ত পরিবেশ
কাকের গায়ে লেপ্টে আছে কোকিলের বেশ।
মুখোশ পরে পুতুলরা রাস্তায় হাঁটছে, নাচছে।
অন্তরাল থেকে অমিতবিক্রম কেউ সুতো
টানছে আর ছাড়ছে, টানছে আর ছাড়ছে।
পুতুল খেলা চলছে।