ঘোর
বাজছে তেহাই কাহারবা নয়
দাদরাতে তাল কাটছিলো ,
হারালো যা ছিল খাসা
দিনগুলো মোর বেশ ছিল |
ভাটিয়ালি ভৈরবীতে
উঠতো জেগে পাখির ঝাঁক ,
দেখি তাদের চিনতে না পাই
নাম জানিনা দিইনা ডাক |
রোজ আসে যায় আলাপ জমায়
ভাবি তারাই আপনজন ,
হটাৎ পথে হারাই যাদের
খুঁজি সে সব প্রাণের ধন |
কাটুক যতই দাদরাতে তাল
হারাক যত সুর আর লয় ,
ভাবতে লাগে বেশ তো ভালো
ভাবের ঘোরে দিন যে যায় ||
প্রবাল দাশগুপ্ত