মন বিহঙ্গ
আকাশ পাতাল এক করা সব
চিন্তাগুলো ভিড় করে
উড়বি বলে ঝাপ্টে ডানা
বিহঙ্গ চল আসমানে
স্বপ্নেরা ভিড় করে করুক
নেই বাঁধনের আজ মানা
শুধুই আকাশ ভরিয়ে তুলুক
ছড়িয়ে সুরের মূর্ছনা
ওর ডানাতে জোর বেশি না
তোর ডানাতে অনেক দম
সময় সে সব বিচার করুক  
ঝাপ্টে ডানা উড়বি চল
কে বলে রে তুচ্ছ জীবন
তোর বিচরণ আসমানে
সাদ্ধ যে কার নামায় তোকে
এই ধরণীর মাঝখানে
জমির সীমা শেষ হয় হোক
আসমানে তোর নেই সীমা
মন যতদূর যায় রে ধেয়ে
মেলবি ডানা নেই মানা|||
প্রবাল