জনমে মরণে মোর কিছু নাই
সবটা তোমারই প্রভু  
উপহার রূপে পাওয়া এ জীবনে
তোমারে না ভুলি কভু
হাসি ও কান্না দুঃখ বিষাদে
জীবনে চলার পথে
দোষ ত্রূটি আর অন্যায় যত
কৃপা মার্জনা মাঙ্গে
প্রতিটা বছর জীবনের মোর
মহৎ কাজেতে গড়
দোষ ত্রূটি সব মার্জনা করি
পথের দিশারী হয়ও
আনন্দ মাঝে চলার এ পথে
যত সুখ তুমি দিলে
তোমার এ ঋণে হে মোর বিধাতা
ঋণী করে মোরে নিলে
মোর জীবনের পাতায় আজিকে
আর একটি সাল এলো
প্রভু মোর ওগো হে মোর বিধাতা
আলোকিত করে তোলো |||