লজ্জা পেল ধনকুবের আজ
তুলসীর মার হাসিতে,
আজ সকালেই দিদা হল
নতুন প্রানের বাঁশিতে।
বেড়া ভাঙা তার, হাওয়া ঢোকে
চালটাও যে তার ভাঙা।
আধপেটা তুলসীর স্বামী
পিতার সুখে রাঙা।
কাল থেকে ফের দিন মজুরি,
দারিদ্রেরই দিনগুজারি।
যখন দেখে ছেলের হাসি,
সব কষ্টের হয় যে ফাঁসী।
APL এ নাম উঠেছে
কৃষিজমি নাই,
সরকারের ঘর এসেছে
তার জন্য নাই।