আমি কুসুম ভালো ছিলাম
ক্লাস এইটে পড়ি,
আলিনগর গ্রামের মাঝে
ছোট্ট আমার বাড়ি ।
বাবা মায়ের সঙ্গে আমি
বাড়ির মানুষ তিন,
ঝগড়া হলো বাড়িতে, আজ
আমার মন খারাপের দিন ।


স্কুলের টাকায় নতুন জামা
বাবা বলে ঘরটা ভাঙা;
টাকাটা তুই আমায় দিস ।
মা বলেছে তোর টাকাতে
চাল কিনব, আমায় দিস ।


আর কটাদিন পরে
লাকড়ি বেচার টাকা বাবা
লাগিয়ো তুমি ঘরে ।
কতদিন তো গেলো
না খেয়ে মা, চলে যেতাম স্কুলে,
দুপুরবেলা সেখানে, মা
মিডডে মিল তো মেলে ।
জামা কিনলাম বলে আমায়
মার খেতে হলো !
বিশ কেজি চাল আসতো ঘরে
সেই টাকাটা গেলো ?


এই জামাটা গতো পুজোর
তার পরে নাম নেই !
যখন বলি জামার কথা
শুধু, এখন টাকা নেই ।
স্কুল দিল টাকা, তাতে
জামা কেনা হলো
সেই জন্য এত শাস্তি
মা কেন দিলে  বলো ?


বাবা তুমি মরতে বলো
মা পোড়া মুখি বলো
আমি তোমার মেয়ে, কুসুম
মেয়ে বলে বলো !
তাই হোক আজ মরব আমি
দেখবে না আর আমায়
যাচ্ছি নিয়ে দড়ি, নিতে
পৃথিবী থেকে বিদায় ।
কাজ থেকে আজ দেখবে এসে
কুসুম তোমার নাই !
পরের জন্মে ছেলে হবো
শেষ ইচ্ছে তাই ।


একটু ভালোবেসো মাগো
আমি মরার পরে,
মেয়ে হয়ে জন্মেছিলাম
আমি তোমার ঘরে ।
আমি যখন থাকব না, মা
আমায় মনে কোরো !
তোমাকে খুব ভালোবাসি
তুমি যতই ধরে মারো ।