একাকী রাত
     প্রবীর কুমার সিকদার          
তুমি কখনও জেগে দেখেছ ?
একাকী সারা রাত।
মিট মিট করে জোনাকিরা জ্বলে
তারারা দেয় পাহারা,
ঝুপে ঝাড়ে বনে ডাহুকেরা ডাকে
ক্ষনে ক্ষনে শিয়ালেরা দেয় হাক
একাকী সারা রাত।
চাঁদের আলোয় ভুবন ছড়ায়
দূরের ঐ কাশফুল বাতাসে দোলায়,
সারা পৃথিবী মুখরিত হয়
শুনে ঝিঝি পোকার ডাক
একাকী সারা রাত ।
নদীর তীরে একাকী দাড়িয়ে
শুনেছি স্রোতের কলকল শব্দ,
আরও বিষন্ন একাকী করে তুলে
লক্ষী পেঁচার ডাক
একাকী সারা রাত ।
সুদূরের গীর্জায় বাজে ঢং ঢং শব্দ
মন্দিরে শুনা যায় শঙ্খ ঘন্টার তাল,
মসজিদ থেকে ভেসে আসে ঐ
আযানের সুমধুর ডাক
একাকী সারা রাত ।
কত কেটে গেছে আমার এই জীবনে
এভাবে কাটবে আরও কত রাত,
বিরহ ব্যথায় ভেঙ্গে গেছে মন
পেয়েছি কত যে আঘাত
একাকী সারা রাত ।
তুমি কখনও জেগে দেখেছ ?
একাকী সারা রাত।
           ১২ই নভেম্বর ২০০২ ইং