বাঙ্গালী বাঙ্গালী আমরা বাঙ্গালী
আমাদের মনে থাকবে কেন ?
দেশ ভাঙ্গার মহালীলা যজ্ঞ
রাজাকার আলবদর মির্জাফরের মত ।
যে ত্রিশ লক্ষ বাঙ্গালী স্বাধীনতার সময়
বুকের তাজা রক্ত দিয়ে ছিল ঢেলে
দেশকে সোনার বাংলা করবে
এইতো ছিল তাদের মনে আশা
শহীদেরা তাই দেশের প্রতি দিয়েছে ভালবাসা ।
আমরা বাঙ্গালী বলে নিজেকে করি দাবী
নিজের জাতিকে হত্যা করে আজ
দেশকে দিয়েছে পঙ্গু করে সবই ।
এইকি আমাদের বাঙ্গালী জাতির পরিচয় ?
এ দেশের লক্ষ মা বোন ইজ্জত দিয়েছিল
স্বাধীনতাকে করতে তারা জয় ।
আমরা বাঙ্গালী ভাবলেই মরি লজ্জায়
ক্ষমতার লোভে হানাহানি করে
ছাত্র সমাজ আজ ধ্বংস হয়েছে
ঢলে পড়েছে মৃত্যু শয্যায় ।
আমাদের মনে স্বপ্ন ছিল কত
দেশকে একটু দিব শান্তি কষ্ট হলেও শত ।
দেশের শান্তি নিয়েছে কেড়ে
সন্ত্রাস চুরি ডাকাতে দেশটা গেছে ছেয়ে ।
আমরা বাঙ্গালী করতে পারি সবই
দেশের শান্তি আনব ফিরিয়ে সফত কর আজই ।