সময় চলে আপন গতিতে
জীবন চলে জীবনের নিয়মে
আমরা চলি যে যার মতন
পথ চলতে চলতে হাপিয়ে উঠি
তবু আবার চলতে শুরু করি
চলার নামইতো জীবন।
মনের হদিস কেন, কোথায় মেলে?
যদি মনকে না পাও অন্য কিছু চাও
যা যাবার যাক চলে।
আবিষ্কারক কেউ যদি থাকে,
পেতাম যদি, ক্ষয় ক্ষতির হিসেব নিকেশ
ধরিয়ে দিতাম তাকে।
ব্যক্তি স্বাস্থ্যের অবনতির এ কোন পরিহাস,
মন শাস্ত্র জীবনে গড়ে অসংখ্য ইতিহাস।