সংসারের যাতাকলে জীবন বড় ক্লান্ত
চার দেয়ালে মন আজ বন্দি ।
কানে কানে ভেসে এলো মধুর বানী
চল গিয়ে দেখে আসি মুক্ত আকাশ খানি ।
এই শুনে শান্ত হলো উচাটন মন
আজ বুজি দেখবো আমরা সবুজ ঘন বন।
হয়তো বা পড়বে চোখে শরষের হলুদ খেত
হয়তো বা আরো দেখবো পল্লী কৃষকের বেশ।
আম,  জাম, কাঁঠাল,  লিচু আরো পিয়ারার বাগান
চারিদিকে পাব কত হাজার ফুলের গ্রান।
আসে পাশে পঁচা পাটের ঝাঁঝালো গন্ধ
মাঝে মাঝে লাগবে নাও তাতেও মন্দ।
হয়তো বা থাকবে সবুজ খেতে সোনালী ধানের শীষ
দেখতে লাগবে ভারি কৃষকের সারি  বেশ।
পাল তোলা নৌকা দেখবো সারি সারি
কলসি নিয়ে নদীর ঘাটে কূল বধু নাড়ি।
মনোমুগ্ধকর এতো দৃশ্য পল্লী মায়ের কুলে
শহরের কোলাহল আমরা গেলাম ভুলে।
বুক ভরা নিশ্বাস নিলাম সবুজ ঘাস থেকে
মন যেন হারিয়ে গেল মেঠো পথ দেখে।
আনন্দে আজ ভরে গেছে আমাদের মন
ধন্য আমরা আজ ধন্য আমাদের বনভোজন।