বাংলাদেশের অগ্নি কন্যা একজনা
বাংলার প্রানের মানুষ
নাম তার শেখ হাসিনা ।
তুমি যখন এলে এই পৃথিবীতে
আনন্দেতে নেচে ছিল সবে
এক খন্ড চাঁদ যেন বঙ্গমাতার কুলে ।
শিশু কালে কেটেছে মায়ের আদরে
বিদ্যা বুদ্ধি জ্ঞান আহরনে
ঘুরেছ তুমি বহু দেশ বিদেশে ।
৭১রের স্বাধীনতার মহানায়ক মজিবুর রহমান
তারই কন্যা তুমি তো
দেশের জন্য করতে পার নিজের জীবন দান ।
৭৫রের আত্ম ত্যাগ এই দেশের জন্য
তোমার পরিবারের সবার
তুমি বেঁচেছিলে তাই নিয়ে আজ আমরা ধন্য ।
বাবা মায়ের আত্ম ত্যাগের রাখতে তুমি মান
বাংলার মানুষের সেবায়
নিজে সপে দিয়েছ মন প্রান ।
নিজের সুখ শান্তি সব দিয়েছ বিলিয়ে
দেশের জনগনের মাঝে
তুমি সুখে থাকতে যাও সবাইকে নিয়ে ।
সফল প্রধান মন্ত্রী তুমি মন্ত্রীরাও ধন্য
সকলেই যেন আজ পেল শান্তি
এই সবই হল শুধু তোমারই জন্য ।
মাতা যেমন ছিলেন তোমার স্নেহমতি
তুমিও কর তেমনই ব্যবহার
দেশের সকল জনগনের প্রতি ।
তুমি যেমন রেখেছ পিতা মাতার মান
ভুলতে পাবেনা কখনও
দেশবাসী তোমার এই অবদান ।
ধন্য ঔগো বাঙ্গালী আজ তোমায় পেয়ে
হারাতে চাইনা আর
যেমন করে হারিয়েছি জাতির পিতাকে ।
মানুষের প্রতি ভালবাসা তোমারই সাজে
বিধাতার কাছে করি কামনা
বেঁচে থাক তুমি বাঙ্গালীর হৃদয় মাঝে ।