চৈত্রসংক্রান্তি এলে একজনের কথা মনে পড়ে বারবার
সে আমাদের অতি আপনজন শচীন্দ্র কুমার সরকার ।
তুমি চলে গেছ না ফেরার দেশে
হয়তো উপস্থিত আছো এখানে ফুল বেলপাতে ।
তুমিতো আছ সুখের স্বর্গে সাথে গুরু যোগেশ, নরেশ
আমরাতো ভুলিনি এখনো তোমায় হারানোর রেশ ।
তুমি ছিলে পরোপকারী ছিলনা জাতি ভেদাভেদ মনে
সবার বিপদে ঝাপিয়ে পড়তে নিজের জীবন বাজি রেখে ।
তোমার উপকারের ফসল এখনো আমরা দেখি
কোন দিনও ভুলবেনা সারা দেশবাসী ।
তোমায় হারানোর ব্যথায় ব্যথিত স্ত্রী, কন্যা, পুত্রগন
আরও আছে তোমার আপন প্রফুল্ল, সতীশ আর মধুসূদন ।
তোমার অতি আপন ছিল চৈত্র পুজার ক্ষন
তোমার উপস্থিত না পেলেও জানি পাব তোমার মন ।  
তোমার উচ্চারিত মন্ত্র আজও ধ্বনিত হয় আকাশ বাতাসে
অপেক্ষায় আছি আসবে তুমি লাঠি কুমন্ডল হাতে ।
উপস্থিত হয়েছে আজ তোমার সকল ভক্ত
সবার মনে আশা পাবে তোমার যুগলপদ ।
পুজারী আজ বড় একা তোমার সঙ্গ ছাড়া
মন্দিরের সামনে বসে আছে হয়ে দিশাহারা ।
কেমন করে পুজিব ওগো ঠাকুর তোমায়
তোমার প্রিয় ভক্ত নেই আজ আমাদের মাঝে হায় ।
জয় ধ্বনি শংখ ঘন্টা ঢাকের তালে তালে
পুজা আরম্ভ করছি আজ তোমায় স্বরন করে ।
সবার পক্ষ থেকে তোমার কাছে করি মিনতি
করুনার দৃষ্টি থাকে যেন এই গ্রামবাসীর প্রতি ।