আবার যদি কখনো দেখা হয়,
রাস্তায়,বাসস্থান বা রেল স্টেশনে ।
বলবে না কথা শুধু চেয়ে থাকবে কি,?
চোখের ভাষায় থাকবে খালি অভিযোগ আর তিরস্কার।
আমার কিন্তু প্রশ্ন থাকবে,
কয়েক হাজার ।
হারিয়ে যাওয়ার পরও নিছক কিছু আওয়াজ ভাসে কানে,
একই শহরে একইগলির মোরে ।
সত্যি কি গেছি হয়ে আড়াল?
অগোছালো হয়ে থাকলো গান,কবিতারা ।
চোখের কোনে জমা শিশির মাটিতে পড়তে চায় না,
চায়ের কাপেও আর ঠোট পরে না,
আয়না ভুলে গেছে সামনে পরতে ।
অভিমান করনা
আমি আসবো যেমন ছিলাম  
ঝলমলে সকাল আর জোনাকজ্বলা রাত নিয়ে ।