সেই মেয়েটি হারালো কোথায়
নামটি যার মানসী
মিষ্টি মধুর মুখের হাসি তার
দেখতে খুব যে রূপসী ।
থাকত সে এক ছোট্ট গ্রামে
সবুজ শ্যামল বন বনানীতে ঘেরা
সবাই চেনে সবাই জানে
গ্রামটি বাংলাদেশের সেরা ।
বাহির থেকে তারে যায়না চেনা
মনটি ভালবাসায় ভরা
সবাই তার করে আরাধনা
চায় না সে কিছু আর ভালবাসা ছাড়া ।
সহজ সরল প্রকৃতির মাঝে
যেন নির্জ্জনতার দেব মুর্তি
অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে
সে যেন জ্বলন্ত অগ্নি ।
বিদ্যা বুদ্ধি লেখা পড়ায়
ছিল যে সে এক বেশ
উচ্চ শিক্ষার আশায় আশায়
একদিন হলো সে নিরোদ্দেশ ।
বাবা মার অতি আদরের
ছিল মানিক ধন
গ্রাম ছেড়ে একদিন চলে যাবে
সবাই হবে পর ।
থাকবে না আর আগের মত
সেই গ্রামটি মুখরিত
আসবে না আর ফিরে কভু
করলে চেষ্টা শতশত ।