কে বলেরে শ্রেষ্ঠ জীব ?
মানুষ সবার সেরা
যারা বলে শ্রেষ্ঠ জীর মানুষ
পশুর চেয়ে অধম তারা ।
সব জীবের চেয়ে শ্রেষ্ঠ জীব
বিধাতা দিয়েছেন করে
তাই তো মানুষ ধ্বংস হয়েছে
এই অহংকার করে।
বিদ্যা বিবেক জ্ঞান বুদ্ধি
আরও প্রেম দিয়েছেন তাদের
এই সবার সৎ ব্যবহার
তারা করতে জানে নারে ।
যার উপর ভরসা করে আজ
মানুষ হয়েছে সবার বড়
সেই বিধাতাকে ভুলে গিয়ে
তোমার নিজের মত করে চল ।
মানুষ জাতি যে এক জাতি
এই মহৎ জ্ঞান তারা ভুলে
হিন্দু বৌদ্ধ খৃষ্ঠান মুসলমান
নানান জাতিতে ভাগ করে ।
এর চেয়ে বনের পশুরা দেখ
শত গুনে তারা ভাল
ধনী গরিব জাতি ভেদাভেদ
এই আত্ম অহংকার নইতো কারো ।
প্রকৃতির মাঝে বড় হয়ে পশু
সেই প্রকৃতিকে মেনে চলে
প্রকৃতির ডাকে সারা দিয়ে
তাদের সুখের মিলন হয় যে ।
মানুষ সবার শ্রেষ্ঠ জীব
সেই দিন হতে পারবে
ধনী গরিব জাতি ভেদাভেদ ভুলে
মানুষ এক জাতিকে তারা ভাববে ।