তুমি এতো সুন্দর কেন ?
তোমাকে দেখবে বলে রাতে তারারা
জেগে থাকে মিটমিট করে
চাঁদ তার আলো ছড়ায় আকাশ জুড়ে ।
বিদুতের আলোর ঝলক ম্লান হয়ে যায়,
তোমার রূপের ঝলকানিতে ।
সূর্য্য নিজের রং ছড়িয়ে দেয় পৃথিবীর বুকে
তোমার রূপের হিংসা করে বলে ।
তোমাকে এতো সুন্দর করে কে গড়েছে ?
চিত্রকর তোমোকে দেখে বসে রং তুলি নিয়ে
সাদা ক্যানভাসে রং তুলিতে আঁকে মনের মাধুরী দিয়ে ।
সাধ্য আছে কি কোন সাদা ক্যানভাসে
তোমার সুন্দর মুখ ফুটিতে তুলতে ।
সাধ জাগে মনে তোমার ভাস্কর বানাবে
কোন এক শিল্পী ধাকবে সে ইতিহাসে ।
বুঝতে পারেনি সে এতো কি সহজ
বিধাতার অপরূপ সৌন্দর্য্যের সাথে তোলনা করা ।
কে দিয়েছে তোমায় এত রূপের মাধুর্য্য ?
ছবি এঁকেছি আমার মনের মাঝে
সেকি কোনদিন পারবে তা জানতে ?
প্রচার করতে চায়নি লোকজনের মাঝে
যদি কেউ তা নিয়ে যায় লুটে ।
যেতে চাইনা হাসপাতালে যদিও অসুখ হয়
ডাক্তার যদি মন থেকে ছবি করে আলাদা
কি নিয়ে বাঁচবো এই আমার ভয় ।