কাগজের একটি টুকরো বিভিন্ন রংগে আঁকা
পৃথিবীর মাঝে তার বহু কদর
বাংলাদেশে নাম তার টাকা ।
বিভিন্ন আকার বিভিন্ন রংগের বিভিন্ন মূল্য তার
এক হাতে থাকেনা সে
যায়না বুঝা সে কখন যে কার ।
রুপী ইউরো দিনার আরো আছে রিয়াল
কেহ কেহ বলে বিশ্ব সেরা
তার নাম নাকি রেখেছে আবার ডলার ।
কারো কারো দেহ গড়তে লাগে দস্তা তামা  
গোলা আকার দেখতে তাই
তারে আদর করে নাম দিয়েছে মুদ্রা ।
কেউ আসল কেউ নকল কেউবা হয় জাল
বাজারে যার চাহিদা নেই
তারে বলে সবাই অচল ।
সমাজে এর চাহিদা এমন
এর অভাবে জীবন
থেমে যেতে পারে যখন তখন ।
ধনী বল গরিব বল আছে যত বৃদ্ধ শিশু
সারা জীবন ধরে
চলেছে সবাই তার পিছু পিছু ।
হানাহানি মারামারি হয় যুদ্ধ কত
এই জিনিষের জন্য
সাথে থাকলে সে ভালবাসা পাওয়া যায় শত শত ।
জীবনের যত কষ্ট যত অশান্তি
তাকে দেখলেই মন
ভুলে যায় জীবনের সব ক্লান্তি ।