রেললাইন যেমন সমান্তরাল ভাবে চলেছে
তেমনি যুগ যুগ ধরে চলবো পাশাপাশি
জানি ভালোবাসার দাবিতে মিলিত হতে
পারবো না তোমার সাথে
তবো ভালোবাসি ।
সাগরের ভালোবাসার টানে নদী যেমন
মিশে যায় সাগরের বুকে
জানি তোমার ভালোবাসার টানে মিশতে
পারবো না তোমার বুকে
তবো ভালোবাসি ।
মাছ যেমন ভালোবাসার কারনে
জলের গভীরে বেঁচে থাকে সারা জীবন
জানি কোন দিন যেতে পারবো না
তোমার হৃদয়ের গভীরে
তবো ভালোবাসি ।
লতা যেমন ভালোবেসে গাছকে জড়িয়ে
কত না শোভা ছড়ায় চারিদিকে
জানি কোনদিন পারবো না লতার মত
তোমাকে জড়িয়ে ধরতে
তবো ভালোবাসি ।
ক্লান্ত কৃষক যেমন বট বৃক্ষের ছায়ায়
মুছে নেয় তার শত ক্লান্তি
জানি পারবো না তোমার কুলে মাথা রেখে
ক্লান্তি মুক্ত হতে
তবো ভালোবাসি
কতশত ফুলে ভরে গেছে ফাগুনের বন
নতুন করে সেজেছে রংয়ের মেলায়
জানি পারবো তোমার খোপা সাজাতে
হাজারো রঙ্গীন ফুলে
তবো ভালোবাসি ।
সূর্যের টানে যেমন অবিরাম গতিতে
ঘুরে চলেছে গ্রহ নক্ষত্র লক্ষ কোটি
তেমনি ভালোবাসার টানে ঘুরছি চারিপাশে
জানি পারবো কোন দিনও
কেন্দ্র বিন্দুতে পৌঁছাতে
তবো ভালোবাসি।
তবো ভালোবাসি, ভালোবাসবো তোমাকেই ।।