তুমি আসবে বলে
আজ সূর্য্য উঠেছে নতুন রূপে ।
তুমি আসবে বলে
ফুলেরা আনন্দে হেসেছে ।
তুমি আসবে বলে
মৌমাছিরা আজ বসেনি ফুলে ফুলে ।
তুমি আসবে বলে
মুখরিত হয়েছে পাখির গানে ।
তুমি আসবে বলে
বাতাস বয়েছে মৃদু ভাবে ।
তুমি আসবে বলে
বৃক্ষ মাতা বসে আছে আঁচল পেতে ।
তুমি আসবে বলে
গ্রীষ্মের আগুন ঝরা দুপুরে
তপ্ত বালুর বুকে হেঁটে যাচ্ছি
শত মাইল খালি পায়ে ।
তুমি আসবে বলে
বর্ষার মেঘে ঢাকা আকাশে
কালো মেঘের মত ভেসে বেড়াচ্ছি মনের অজান্তে
বৃষ্টির মত নেচে যাচ্ছি উঠানে উঠানে ।
তুমি আসবে বলে
শরতের আকাশ এত র্নিমল
পূর্নিমার চাঁদ তোমার মুখ খানা দেখে
লজ্জায় হয়ে উঠে আরো উজ্জ্বল ।
তুমি আসবে বলে
হেমন্তে হাসি থাকে কৃষকের মুখে মুখে
বাংলার ঘর আনন্দে ভরে উঠে নবান্ন উৎসবে ।
শীতে শিশির ঝরে মনে খুব সাধ নিয়ে
তোমার রাঙ্গা চরন দুখানি ধুয়াবে বলে ।
তুমি আসবে বলে
বসন্ত কালে প্রকৃতি আবার নতুন করে জেগে উঠেছে
তোমার নরম দুহাতের একটু ছোঁয়া পাবে বলে ।
তুমি আসবে বলে
পৃথিবী তার নিজ পথে,
ঘূর্ণী পাকে ঘুরছে বিরামহীন গতিতে ।
উত্তাল সমুদ্র আজ শান্ত,
দিশাহারা ভ্রান্ত পথিক সবর্ত্র পায় তোমার সান্নিদ্ধ ।