তুমি যদি আমার হও
সাত সমুদ্র তের নদী সেচে
এনে দিব মানিক হিরা
আকাশের লক্ষ তারার মেলা থেকে
আনব গেথে তারার মালা ।
তুমি যদি আমার হও
পাহাড় পর্বতের চুড়া থেকে
আনব গজমতির হার
তোমার কপালে দেব পড়িয়ে
রংটি কৃষ্ণচুড়ার ।
তুমি যদি আমার হও
তোমার মনকে ভরিয়ে দেব
রং ধনুর সাত রংগের খেলায়
জীবন নদীর উত্তাল ত্বরঙ্গে
পাড়ি দেব দুজনে ভালবাসার ভেলায় ।
তুমি যদি আমার হও
শরতের মধুর চন্দিমা রাতে
হাজার হাজার লাল পদ্ম এনে
তুমি আমি মিলে প্রেমের পুজারী হয়ে
করব ভালবাসার পুজা দুজনে ।
তুমি যদি আমার হও
বিশ্ব সংসার ঘুরে ঘুরে
একটি গোলাপ আনব তুলে
পড়িয়ে দেব তোমার খোপায়
প্রজাপতি স্পর্শ করেনি যে ফুলে ।
তুমি যদি আমার হও
আবিষ্কার করব একটি নির্জন দ্বীপ
পার হয়ে সাগর মহাসাগর
তুমি আমি সেখানে থাকব শুধু দুজনে
বেধেঁ ভালবাসার ছোট্ট একটি ঘর ।