সে এখন উপলব্ধির বাইরে,
সমস্ত বন্ধনির মধ্যিখানে।
তার কাজলকালো চোখের নিচে লাল বহ্নি শিখা।
হাতের রেখারা কোনদিন বুঝি নড়েচড়ে বসেনি।
খুব অদ্ভুতভাবে সামাজিকতার ছাপ রেখে এগিয়ে যাচ্ছে সে,
কোন ধ্রুবতারা অন্ধকারে পথ দেখায়,
মিট মিট আলো আর অন্ধ চোরা গলি।
কেউ জানেনা সে অন্ধকারের গভীরতা।
সে বিজন পথের সাথি নিজের ছায়া।