আমি জানি,
উদাসীনতা  লেপ্টে আছে  আমার  সারা গায়ে...
শক্তির  চেয়ে ক্লান্তিই  থাকে এগিয়ে...
কেমন  জানি একটা ছেড়ে দেয়া ব্যাপার ...
হেলান দেওয়ার ইচ্ছেটা জেগে ওঠে প্রায়ই...
তবে কি, একাকীত্বই  আমার সম্বল... !


হ্যা জানি,
নতুন করে কোনকিছু  তো আর দেখাবার নেই,
লুকোবারও নেই, ...
প্রকাশেরই তাগিদ নেই...  
তাই ঢাক পেটানোও নেই..
শুধু  আছে উলঙ্গ অনুভব...


আমি  জানি...  
এখনো আমার রয়েছে . নতুন নতুন সৃজনের  সাধ ...
রয়েছে মানসগর্ভের  শিল্প-সন্তানের প্রতি
গভীর ভালোবাসা ,মমত্ত্ববোধ....
আর  আছে   অকপট স্বীকারোক্তি....
কিসের? --দায়িত্বপরায়ণ না হওয়ার...!


আমি জানি,
আমার হিংসা আছে,ভয় আছে,লজ্জ্বা আছে...
আছে পরাজিত হবার আশঙ্কা, গ্লানি...
তবে কি ,মনের মধ্যে এখনও কিন্তু আগুন আছে...
আগুন  তো আর অপ্রকাশিত থাকে না ..
সৃষ্টিরা তাই হয়ত প্রকাশিত হবেই একদিন......
৬.১২.২০২১