আপেক্ষিক উপেক্ষায় নিস্পৃহ বেঁচে আছি....
অন্তহীন বৈষম্যের ঝাঁজ  এখন গা সওয়া...
আত্মগরিমা ,আত্মসম্মান আজ অনুদান নির্ভর....
স্বীকৃতি, অধিকার  , স্বাধীনতার সীমারেখা
ওসব  আবার অনুপ্রেরণা -নির্ভর....
সূর্য- ই অপেক্ষায় থাকে কখন অনুপ্রাণিত হবে!


তবে উপেক্ষাও  হয়ত স্বপ্রকাশকে উদ্ধুদ্ধ করে,
নিরন্তর মুখাপেক্ষি হতে হতে  আত্মশ্লাঘা আসে,
ভেদাভেদ, নিরন্তর বঞ্চনার উপলব্ধিতে
প্রতিবাদের ভ্রুণ একটু একটু করে বড় হয়...
মনের গহীন থেকে কে যেন প্রশ্ন ছুঁড়ে দেয়....
'আরও উপেক্ষিত হবি নাকি এবার আত্মনির্ভর হবি..'?


ছুটে যাই   আলোর সন্ধানে ...
অসত্য থেকে সত্যে ...
অধর্ম থেকে ধর্মে......
মৃত্যু থেকে অমৃতে.....
আত্মগরিমায় আত্মনির্ভর হতে
আত্মসম্মানবোধকে  জাগ্ৰত করতে....।।


দেখ চেয়ে ,আলোয় আলোকিত চারিদিক.....
দিকে  দিকে ধ্বনিত  হয়....
উপনিষদের  সেই অমোঘ বাণী.....
"অসতো মা সদ্‌গময়
তমসো মা জ্যোতির্গময়
মৃত্যোর্মামৃতং গময়......
আবিরাবীর্ম এধি."..।


-------------------------------------------------------------
১৭.১২.২০২২