রাত্রি কাটে  ডিভাইস প্রেমে
সকাল বয়ে যায় ছদ্ম ঘুমে
কত ডাকাডাকি করি হাঁকাহাঁকি
ঘুমোয় তবু  স্বপ্ন- চুমে ।


দিবস কাটে অলস ভাবে
সাঁঝের  বেলায় নিদ্রা
চোখ বোলালেই  নাকি সফল পড়া
এভাবেই  এখন বিদ্যা।


নোটস্ সর্বস্ব  তাজা টিউশন
ভুলে গেছি তোমায় টেক্সট বুক
শিক্ষা এখন দামী  পণ্য যখন
শুধু বাবা -মায়ের ই ফাটে বুক।


স্বপ্ন দেখা বাবা -মায়ের আছে শুধু প্রচেষ্টা
অবিরত রয় টেনশনে ,কি হবে শেষটা।
শ্লগ ওভারে যে হাই আস্কিং রেট,কি করবি কেষ্টা
বুঝতে পারছিস,   সময় যে পেরিয়ে গেছে বেশটা।